সাজেকের মাচলং বাজারে মালামাল বেচাকেনা বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী!

রাঙামাটির সাজেক ইউনিয়নের মাচলং বাজারে পাহাড়িদের উৎপাদিত কাঁচামাল বেচাকেনা বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। এর আগে গত বুধবার তারা উজো বাজার বন্ধ করে দিয়েছিলো।  
জানা যায়, আগামীকাল শুক্রবার মাচলং বাজারের সাপ্তাহিক হাটবার। এ কারণে দূরবর্তী এলাকার লোকজন হাটবারের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার তাদের উৎপাদিত শাক-সবজি, ফলমুলসহ বিভিন্ন মালামাল বাজারে নিয়ে আসেন। এদিনও অনেক মালামাল বেচা-কেনা হয়ে থাকে।
কিন্তু আজ বৃহস্পতিবার সকাল থেকে সেনারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে লোকজনকে বাজারে মালামাল নিতে বাধা দিচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ফলে দূরবর্তী এলাকা থেকে মালামাল নিয়ে আসা পাহাড়িরা চরম বিপাকে পড়েছেন।
ধারণা করা হচ্ছে আগামীকাল সাপ্তাহিক হাটবারকে ভণ্ডুল করে দেয়ার প্রস্তুতি হিসেবেই আজকে এই বাধা প্রদান করা হচ্ছে।
সেনারা কি কারণে বাজারগুলোকে এভাবে বন্ধ করে দেয়ার চেষ্টা চালাচ্ছে তা কারোর বোধগম্য হচ্ছে না। তবে স্থানীয় জনগণ মনে করছেন সাজেকের মানুষকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই অন্যায়ভাবে এটা করা হচ্ছে।
গত রবিবার বাঘাইহাট বাজারের হাটবারে লোকজন কম হওয়ার প্রতিশোধ হিসেবে সেনারা এই কাণ্ডকারখানা করছে বলে স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, সেনারা দীর্ঘ দিন ধরে ‍দূরদূরান্তে বাস করা এলাকাবাসীকে বাঘাইহাট বাজারে যাওয়ার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করছে। কিন্তু নানা অসুবিধার কারণে এলাকাবাসী বাঘাইহাট বাজারে যেতে অনীহা প্রকাশ করে আসছেন।
সেনাদের এমন জোরজবরদস্তিমূলক কর্মকাণ্ডের কারণে এলাকার জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *