সংবাদকর্মীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও তার পরিবারের ওপর হামলা।

নিজস্ব প্রতিবেদক।। গত ০৯/০৯/২০২২ইং শুক্রবার chtnews-bangla.com এর প্রধান সম্পাদক প্রিতম বড়ুয়া অসি(২৪) এর ফাঁসি চেয়ে মানিকছড়ি বাজারের মানিকছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের রাস্তায় বিক্ষোভ মিছিল বের করে মানিকছড়ির সর্বস্তরের মুসলিম জনতা।

ছবি: সংগৃহিত।

সূত্র থেকে জানা যায় প্রিতম বড়ুয়া অসির মা সাখী বড়ুয়া(৪৫) ঐদিন তাদের বাড়িতেই ছিলেন যা মানিকছড়ি বাজারে অবস্থিত। মিছিলের পর দশ বারো জন দুর্বৃত্তকারী তার বাড়িতে গিয়ে ভাঙচুর এবং সাখী বড়ুয়াকে মারধর করে। আহত অবস্থায় তাকে মানিকছড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থা খারাপের পর্যায়ে গেলে তাকে চট্টগ্রাম শহরের ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ছবি: সংগৃহিত।

আরও জানা যায় দুই দিন আগে সাখী বড়ুয়া এসে থানায় নিরাপত্তার জন্য একটি জিডি করেন।

থানায় জানতে চাইলে সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন তারা ঘটনার তদন্ত করছে। আপাতত তাদের বাড়িতে জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে। আজ এই রিপোর্ট লেখা পর্যন্ত থানা থেকে নতুন কিছু জানতে পারা যায় নি। অপরদিকে সাখী বড়ুয়া এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *