নিজস্ব প্রতিনিধি।। বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৩০৩ নং ডলুছড়ি মৌজার লাংকম পাড়ায় নাগরিক উদ্যোগে একটি স্কুল নির্মাণ করা হচ্ছে। পাড়াবাসীরা নিজেরাই শ্রম দিয়ে স্কুলটি নির্মাণ কাজ করছেন। কিন্তু পুলিশ উক্ত স্কুলটি নির্মাণে বাধা প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ শনিবার (২৪ সেপ্টেম্বর ২০২২) বিকাল সাড়ে তিনটার দিকে লামা থানার এসআই শামীম-এর নেতৃত্বে পুলিশের ৪ জনের একটি টিম স্কুল নির্মাণ স্থলে উপস্থিত হয়। এ সময় এসআই শামীম স্কুল নির্মাণ কাজে নিয়োজিত গ্রামবাসীদের নির্মাণ কাজ বন্ধ করতে নির্দেশ দেন। তিনি ধমক দিয়ে বলেন, এখানে স্কুল নির্মাণ করতে হলে থানার ওসির অনুমোদন নিতে হবে। এ সময় মুক্তিরাম, ইনচ্যং, সিংবত ম্রো, মোহন, মেনরাও, ইয়ংইং, চংরাও, যোহন ম্রো, প্রেংসাই ম্রো সেখানে স্কুল নির্মাণ কাজ করছিলেন।
পাড়াবাসীরা স্কুল নির্মাণে পুলিশের বাধা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সদস্য যোহন ম্রো ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন, প্রশাসন লামা ইন্ডাস্ট্রিজের পক্ষ নিয়েই স্কুল নির্মাণে বাধা প্রদান করছে। তিনি প্রশ্ন করে বলেন, দেশের কোন আইনের বলে পুলিশ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে বাধা দিচ্ছে?
প্রসঙ্গত, লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কোম্পানি সরই ইউনিয়নের লাংকম ম্রো পাড়া, রেংয়েন ম্রো পাড়া ও জয়চন্দ্র ত্রিপুরা পাড়াবাসীদের ৪০০ একর ভোগদখলীয় জুমভূমি জবরদখল করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। হামলা, মামলা, বৌদ্ধবিহার ভাংচুরসহ পাড়াবাসীদের পানির উৎস কলাইয়া ঝিরিতে বিষ প্রয়োগ করে। এরই ধারাবাহিকতায় আজকে লামা থানা পুলিশের এসআই শামীম স্কুল নির্মাণে বাধা প্রদান করেছে।
এমন পরিস্থিতিতে তিন পাড়াবাসী তাদের জুমভূমি রক্ষার্থে আন্দোলন করে যাচ্ছেন। তারা ইতোমধ্যে মিছিল, সমাবেশ, সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন। যতই ষড়যন্ত্র করা হোক না কেন ৪০০ একর জুমভূমি রক্ষার্থে পাড়াবাসীদের নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটি।