নিজস্ব প্রতিনিধি।। বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর জুমভূমি জবরদখলের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আজ বুধবার (২৬ অক্টোবর ২০২২) সকাল ৯টা থেকে ৬০ জনের অধিক রাবার ইন্ডাস্ট্রিজের শ্রমিক এসে আবারো রেংয়েন কার্বারি পাড়া (ম্রো) এলাকায় জোরপূর্বকভাবে জঙ্গল কাটার কাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ সেপ্টেম্বর তারা রেংয়েন কার্বারি পাড়ার বাসিন্দা রেংইয়ুং ম্রো’র ৩০০ কলাগাছ কেটে দেয়। গত ২৭ সেপ্টেম্বর পুলিশ উক্ত জায়গায় উভয় পক্ষকে প্রবেশে ১৪৪/৪৫ ধারা মোতাবেক নিষেধাজ্ঞা দিলেও তা উপেক্ষা করে ২ অক্টোবর রাবার কোম্পানির লোকজন উক্ত স্থানে জঙ্গল কেটে সাফ করে।
তারও আগে গত ৬ সেপ্টেম্বর রাবার কোম্পানির দুর্বৃত্তরা রেংয়েন কার্বারি পাড়া বাসীদের পানির উৎস কলাইয়া ঝিরিতে বিষয় ঢেলে দিয়ে পাড়াবাসীদের হত্যার চেষ্টা চালিয়েছিলো।
প্রসঙ্গত, এ বছর ৯ এপ্রিল থেকে লামা রাবার ইন্ডাস্ট্রিজ সরই ইউনিয়নের রেংয়েন কার্বারি (ম্রো) পাড়া, লাংকম কার্বারি (ম্রো) পাড়া ও জয়চন্দ্র ত্রিপুরা পাড়াবাসীদের ভোগদখলকৃত ৪০০ একর জুমভূমিতে জোরপূর্বক জঙ্গল ও বাগান-বাগিচা কেটে দিয়ে জবরদখলের চেষ্টা শুরু করে। ২৬ এপ্রিল তারা আগুন লাগিয়ে দিয়ে জুমভূমি ও বাগান-বাগিচা, জুমখেত পুড়িয়ে দেয়। এরপর থেকে হামলা, মামলাসহ একের পর এক জবরদস্তিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব ঘটনায় ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হলেও প্রশাসন ভূমিদস্যু রাবার কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। উপরন্তু প্রশাসন রাবার কোম্পানিকে সহযোগিতা করে যাচ্ছে বলে স্থানীয় ম্রো ও ত্রিপুরারা অভিযোগ করেছেন।