খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তংতুল্যা পাড়ায় সেনা মদদপুষ্ট সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় এক যুবক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ শনিবার (১৮ জুলাই ২০২০) সকালে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম ঊষা মারমা (২৬), পিতা-কংচাইরি মারমা, গ্রাম- তংতুল্যা পাড়া।
জানা যায়, আজ সকাল আনুমানিক সাড়ে ৮টার সময় লক্ষ্মীছড়ি উপজেলা সদরের সেনা জোনের পাশে অবস্থানরত একদল সশস্ত্র সন্ত্রাসী তংতুল্যা পাড়া দোকানে হানা দেয়। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ঊষা মারমা গুলিবিদ্ধ হয়ে আহত হন। তার ডান পায়ে ২টি গুলি লেগেছে।
আহত অবস্থায় তাকে লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা চট্টগ্রামে প্রেরণ করেছেন বলে জানা গেছে।
সন্ত্রাসী দলটির মধ্যে শ্যামল কান্তি চাকমা ও জ্যোতিষ দেওয়ান নামে দু’জনকে চেনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
হামলার পর সন্ত্রাসীরা আবার উপজেলা সদরে তাদের আস্তানায় ফিরে যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে লক্ষ্মীছড়ি সদর থানা ও সেনা জোনের পাশে কুটির শিল্প বিল্ডিং ও লক্ষ্মীছড়ি ছাত্রাবাসে আস্তানা বানিয়ে সন্ত্রাসীরা সশস্ত্রভাবে অবস্থান করে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না।
সেনা জোন থেকে সন্ত্রাসীদের পৃষ্টপোষকতা ও প্রয়োজনীয় সহযোগীতা দেওয়া হয় বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।
ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করে তাদের সহযোগীতা দেয় বলে অভিযোগ করেন এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের মদদদান বন্ধ করার দাবি করেছেন।