নিজস্ব প্রতিনিধি।। সেনাবাহিনীর মদদপুষ্ট মগপার্টি সন্ত্রাসীদের গুলিতে বান্দরবান পার্বত্য জেলাধীন রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় উনুমং মারমা (৪৭) নামে নিরীহ এক জুম্ম গ্রামবাসী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উনুমং মারমাকে গুলি করার আগে, সন্ত্রাসীরা বড়শিলা পাড়া নামক গ্রামে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রোয়াংছড়ি থানা কমিটির সদস্য মংসিংনু মারমাকে খোঁজ করে বলে জানা গেছে। তবে বিপদ টের পেয়ে মংসিংনু মারমা অন্যত্র পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ৫ মার্চ ২০২২ সকাল আনুমানিক ১১:০০ টার দিকে মগ পার্টি সন্ত্রাসীদের ১২ জনের একটি সশস্ত্র দল নয়া পাড়ায় এসে উনুমং মারমাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ঘটনাস্থলে উনুমং মারমা মারা যায়। এরপর সন্ত্রাসীরা উনুমং মারমার লাশটি সেখান থেকে নিয়ে যায়। এসময় উনুমং মারমা একটি দোকানের সামনে বসেছিল।
উনুমং মারমা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, তবে পার্বত্য চুক্তির সমর্থক বলে জানা গেছে। তার বাড়ি তারাছা ইউনিয়নের তালুকদারপাড়া (ঙাককোয়াইওয়া) গ্রামে। তিনি পার্শ্ববর্তী গ্রাম নয়াপাড়া এলাকায় বেড়াতে গিয়েছিলেন।
প্রতিপক্ষের হামলায় মগপার্টির ৪ সন্ত্রাসী নিহত:
স্থানীয় সূত্রে জানা গেছে যে, ৫ ফেব্রুয়ারি দুপুর ২:০০ টার দিকে রোয়াংছড়ি-রুমা সীমানা ফালংক্ষ্যং নামক জায়গায় সাঙ্গু নদীর তীরে প্রতিপক্ষের সাথে মগপার্টির এক সংঘর্ষ হয়। এতে মগপার্টির ৪ জন সশস্ত্র সন্ত্রাসী ঘটনাস্থলে নিহত হয় বলে জানা গেছে।
এ সময় উনুমংকে মেরে ফেরার পর মগপার্টির সন্ত্রাসীরা রুমার দিকে নৌকায় যাচ্ছিল। মাঝপথে রোয়াংছড়ির বড়শিলা পাড়ায় মংসিংনু মারমাকে ধরার ব্যর্থ চেষ্টা করার পর সন্ত্রাসীরা রুমার দিকে যেতে থাকে। ঐসময় ঘটনাটি ঘটে বলে সূত্র জানায়।