খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের গঁইয়া পাড়া ও কালাপানি গ্রাম থেকে শনিবার (১১ জুলাই ২০২০) মধ্যরাতে সেনাবাহিনী কর্তৃক তিন গ্রামবাসীকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।
গ্রেফতারকৃতরা হলেন- গঁইয়া পাড়ার বাসিন্দা নরম্যা চাকমা(৪২), পিতা- মন কুমার চাকমা ও মিলন ধন চাকমা(৩৫), পিতা- উবিখ্যা চাকমা এবং কালাপানি গ্রামের বাসিন্দা ইন্দ্র চাকমা(২৮), পিতা- অসীম চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাত আনুমানিক ১২টার সময় সিন্দুকছড়ি জোন ও বাটনাতলী সাবজোন থেকে ৭টি গাড়িযোগে সেনাবাহিনীর একদল সদস্য গঁইয়া পাড়া ও কালাপানি গ্রামে হানা দেয়। এ সময় সেনারা গ্রাম ঘেরাও করে উক্ত তিন গ্রামবাসীর বাড়ি তল্লাশি চালায় এবং পরে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়।
তাদেরকে গ্রেফতারের পর সেনাবাহিনীর একটি দল সেখান থেকে চলে গেলেও আজ (রবিবার) সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত আরও একটি সেনাদল এখনো এলাকায় অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে।