খাগড়াছড়ির রামগড়ে ১৫ বছর বয়সী এক পাহাড়ি কিশোরীকে মোঃ আব্দুল মান্নান ওরফে মনু (১৮) নামে এক সেটলার যুবক কর্তৃক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার (৪ মার্চ) ১নং রামগড় ইউনিয়নের বেলতলা (বড়খেদা) নামক জায়গায় এ ঘটনা ঘটে।
ধর্ষক আব্দুল মান্নান (মনু) বল্টুরাম পাড়ার মোঃ আলমাছ-এর ছেলে।
জানা যায়, গতকাল আনুমানিক দুপুর ২টার সময় মোঃ আব্দুল মান্নান (মনু) ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর তাকে পার্শ্ববর্তী এলাকার একটি বেলজিয়াম গাছের বাগানে (বাগানটি নিতুল নামে রামগড়ের এক ব্যক্তির) নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের পর কিশোরীকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়।
পরে জ্ঞান ফিরে এলে দিবাগত রাত আড়াটার সময় ওই কিশোরী চিৎকার করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় কিশোরীর চিৎকার শুনে তার পিতা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
উল্লেখ্য, কিশোরীর পিতা-মাতা দু’জনই সকালে রামগড় বাজারে গিয়েছিলেন। বাজার থেকে ফিরে মেয়েটিকে বাড়িতে না পেয়ে আত্মীয়ের বাড়িসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও খুঁজে না পেয়ে পরিবারের লোকজন তাকে নিয়ে খুবই উদ্বেগের মধ্যে ছিলেন।
এদিকে আজ বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষককে আটকের খবর পাওয়া যায়নি।