রাজস্থলীতে সেনা-মদদপুষ্ট মগপার্টি কর্তৃক নিরীহ একজন জুম্ম গ্রামবাসীকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক।। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়া থেকে সেনা-মদদপুষ্ট মগপার্টি সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক একজন নিরীহ জুম্ম কৃষককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অপহৃত ব্যক্তির নাম থোয়াইচিং মারমা (৪৭), পিতা মৃত মংসাগ্য মারমা। তিনি পেশায় একজন কৃষক এবং রাইখালী ইউনিয়নের কালামাইশ্যা মুখ পাড়া (কানাইয়া পাড়া)-এর অধিবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ছিল কারিগড় পাড়া বাজারের হাটের দিন। সেদিন সকাল ১০:৩০ ঘটিকায় রাইখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কারিগড় পাড়া থেকে মগপার্টির চাঁদা সংগ্রাহক অংসিনু মারমা ও প্রান্ত ঘোষসহ চারজন সশস্ত্র সদস্য মোটরসাইকেলে করে থোয়াইচিং মারমা অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পর মগ পার্টির সন্ত্রাসীরা থোয়াইচিং মারমাকে বাঙ্গালহায়িয়া বাজারের দিকে নিয়ে যায় বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ত্রাসীরা এখনো তাকে ছেড়ে দেয়নি। থোয়াইচিং মারমার নিরাপত্তা নিয়ে তার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা খুবই উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *