রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম কর্তৃক ৫ম শ্রেণীতে পড়ুয়া এক জুম্ম(মারমা) স্কুল ছাত্রীকে(১১) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার (৩০ জুলাই ২০২১) দুপুর আনুমানিক ২ টার এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্র মতে জানা যায়, গত শুক্রবার তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ওই ছাত্রীটির মা’কে উপবৃত্তির বিষয়ে ছবি তোলার জন্য মেয়েকে স্কুলে পাঠাতে বললে ছাত্রীটি ঐ সময়ে স্কুলে গিয়ে হাজির হয়। ঐ সময় শিক্ষক নজরুল ইসলাম ওই ছাত্রীটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। তবে ছাত্রীটি কোনোমতে বাড়িতে পালিয়ে যেতে সক্ষম হয় এবং তার মা-বাবাকে ঘটনাটি জানায়।
ঘটনার পরদিন (৩১ জুলাই ২০২১) ছাত্রীর বাবা তার মেয়েকে নিয়ে রাজস্থলী থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন।মামলা নং-১, তারিখ ৩১/০৭/২০২১, ধারা ১০। আজ (১ আগস্ট ২০২১) সকাল ৯:০০ টার দিকে রাজস্থলী থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে বলে খবর পাওয়া গেছে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফজল আহমদ খান ঘটনার সত্যটা স্বীকার করেছেন।