নিজস্ব প্রতিবেদক।। রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ওগাড়ি পাড়া এলাকায় এক ব্যক্তিকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (২৪ জুন ২০২২) রাতে এই হত্যার ঘটনাটি ঘটে বলে জানা যায়।
নিহত ব্যক্তির নাম অভিষেক চাকমা ওরফে সুজন (৩৫) বলে জানা গেছে।
কথিত “মগপার্টির’র সাথে ‘গোলাগুলিতে’ এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবরে জানা যায়, গতকাল রাত ৯/১০টার দিকে ওগাড়ি পাড়া এলাকায় স্থানীয়রা গোলাগুলির শব্দ শুনতে পান। আজ (শনিবার) সকালে এলাকার লোকজন কাজে বের হলে রাস্তায় জলপাই রংয়ের পোষাক পড়া একজনের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান।
নিহত ব্যক্তি কোন দলের সাথে যুক্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের বরাতে বিভিন্ন মিডিয়ায় নিহত ব্যক্তিকে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সদস্য বলে উল্লেখ করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে গেছে কিনা বা নিহতের লাশ উদ্ধার করেছে কিনা তা জানা যায়নি।