নিজস্ব প্রতিনিধি।। দীর্ঘসময় কারাভোগকারী ইউপিডিএফ সদস্য সুমন্ত চাকমা ওরফে সুমন (৩২)-কে গতকাল ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার বিকালে রাঙামাটি জেলগেট থেকে সেনাবাহিনী কর্তৃক দ্বিতীয়বারের মতো পুনরায় আটকের খবর পাওয়া গেছে।
এর আগে গত বছর ২৫ আগস্ট একবার তাকে জেলগেট থেকে আটক করা হয়েছিল। এ নিয়ে তাকে দুইবার জেলগেট থেকে আটক করা হলো।
আটক সুমন্ত চাকমার বাড়ি নান্যাচর উপজেলার নান্যাচর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বেতছড়ি দজর পাড়ায়। তার পিতার নাম লক্ষ্মী বিকাশ চাকমা।
জানা যায়, বিগত ২০১৯ সালের ২২ জুন অসুস্থ স্ত্রীকে দেখতে বাড়িতে গেলে রাতের আঁধারে নান্যাচর জোনের একদল সেনা সদস্য সুমন্ত চাকমাকে অস্ত্র গুজে দিয়ে আটক করে। পরে তাকে থানায় সোপর্দ করে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে।
এরপর দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় জামিন মঞ্জুর করলে গত ২৫ আগস্ট ২০২১ জেল থেকে বের হওয়ার সময় সেনাবাহিনীর সদস্যরা জেলগেট থেকে পুনরায় তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে নতুন আরেকটি চাঁদাবাজি মামলা দিয়ে আবারো জেলে পাঠিয়ে দেয়। সেই মিথ্যা চাঁদাবাজি মামলায়ও আদালত জামিন মঞ্জুর করলে গতকাল ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার বিকালে তিনি জেল থেকে বের হলে আবারও তাকে জেলগেট থেকে সেনাবাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যায়। আটকের পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনো জানা যায়নি। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাকে থানায়ও হস্তান্তর করা হয়নি। ফলে তার জীবন নিয়ে পরিবারের লোকজন উদ্বেগ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে একই কায়দায় পাহাড়ি ছাত্র পরিষদের সাজেক থানা শাখার সভাপতি রূপায়ন চাকমাকেও জেলগেট থেকে পূনরায় আটক করে চারদিন রাঙামাটি সেনা ব্রিগেডে আটকে রেখে নতুন আরেকটি মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয়েছিল।
এদিকে, আদালত থেকে জামিন মঞ্জুরের পর জেল থেকে মুক্তি পাওয়া লোকজনকে জেলগেট থেকে পূনরায় আটকের ঘটনায় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তারা বলেছেন, একজন মানুষের আদালতের মাধ্যমে জামিন নিয়ে জেল থেকে মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী সে অধিকারও খর্ব করছে। তারা দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বার বার জেলগেট থেকে লোকজনকে আটক করছে। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। এমন অন্যায় কোনভাবেই মেনে নেয়া যায় না।
তারা অবিলম্বে জেলগেট থেকে পুনঃআটকের মতো বেআইনি কর্মকাণ্ড বন্ধের জন্য সরকার, প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।