রাঙামাটির কাপ্তাই উপজেলার রাষ্ট্রীয় বিশেষ মহলের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক পদ্ম কুমার চাকমা ওরফে প্রিমেক্স (৪০) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) এক কর্মীকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।আজ সোমবার (৮ জুন) সকাল সাড়ে আটটার সময় কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলি পাড়া এলাকার একটি দোকানে এ হত্যার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যার পর ফেলে রেখে যায়।পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বলে জানা গেছে।