রাঙামাটিতে সংস্কার-মুখোশ সন্ত্রাসী কর্তৃক জেএসএস নেতা আবিষ্কারকে গুলি করে হত্যা

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা এলাকায় সেনা মদদপুষ্ট সংস্কার-মুখোশ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)-এর নেতা আবিষ্কার চাকমা (৪০)-কে গুলি করে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর ২০২১) ভোরে বন্দুকভাঙা ইউনিয়নের কিজিং আদাম নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত আবিষ্কার চাকমার বাড়ি বাঘাইছড়ি উপজেলার সার্বোতলী ইউনিয়নের সিজক এলাকায়। তার পিতার নাম মিন্টু চাকমা।

স্থানীয় সূত্রে জানা যায়, আবিষ্কার চাকমা কয়েকদিন আগে বাঘাইছড়ি থেকে এসে বন্দুকভাঙা ও সুবলং এলাকায় সাংগঠনিক দায়িত্ব পালন করছিলেন। গতকাল রাতে তিনি বন্দুকভাঙা এলাকায় কিজিং আদাম নামক স্থানে একটি বাড়িতে রাতযাপন করেন। আজ ভোর ৫টার সময় সুবলং বাজারে অবস্থানরত সেনা মদদপুষ্ট সংস্কার-মুখোশদের একটি সশস্ত্র দল ওই বাড়িতে হানা দিয়ে তাকে গুলি করে হত্যা করে।

এদিকে, এ ঘটনার কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে উপস্থিত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের (স্থানীয়দের) ধারণা, এ হত্যাকাণ্ডের ঘটনা বিষয়ে সেনাবাহিনীর আগে থেকে জানা থাকতে পারে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ জানান, ঘটনাটি শুনে কোতয়ালী থানা পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরে আসলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *