রাঙামাটিতে জামিনে মুক্তি পাওয়া তিন ইউপিডিএফ সদস্যকে জেলগেট থেকে ফের গ্রেপ্তার

রাঙামাটিতে জামিনে মুক্তি পাওয়া তিন ইউপিডিএফ সদস্যকে জেলগেট থেকে ফের গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।
গতকাল বুধবার আদালত থেকে জামিন লাভের পর ইউপিডিএফ সদস্য মিন্টু চাকমা(৩৫) সন্ধ্যা সাড়ে ৬টার সময় কারাগার থেকে মুক্তি পেলে আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা সেনা সদস্যরা তাকে ফের গ্রেপ্তার করে নিয়ে যায়। এর আগে ২০১৮ সালের ১৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছিল।
মিন্টু চাকমা নান্যাচর উপজেলার সোনারাম কার্বারী পাড়ার পদ্ম মোহন চাকমার ছেলে।  
অপরদিকে আজ বৃহস্পতিবার (১১ জুন) জামিনে মুক্তি পাওয়া দুই ইউপিডএফ সদস্য বোধিসত্ত্ব চাকমা(৩৫) ও সুপান্তু চাকমাকেও জেলগেট থেকে একইভাবে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২০১৯ সালের ২১ জানুয়ারি চিকিৎসায় যাবার সময় নান্যাচরের ঘিলাছড়ি সেনা চেকপোষ্টে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল।
বোধিসত্ত্ব চাকমার বাড়ি লংগদু উপজেলার মধ্য হাড়িকাবা গ্রামে। তার পিতার নাম অশ্বথামা চাকমা। আর সুপান্তু চাকমা বড়াদামের সুমতি রঞ্জন চাকমার ছেলে।
উল্লেখ্য, রাঙামাটি জেলগেট থেকে এ ধরনের পুনঃ গ্রেপ্তারের ঘটনা প্রতিনিয়তই ঘটছে। আদালত থেকে জামিনে মুক্তি পেলেও জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার করে নতুন নতুন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ইউপিডিএফ কর্মী ছাড়াও অনেক সাধারণ মানুষকেও এমন হয়রানির শিকার হতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *