রাঙামাটিতে এক গ্রামবাসীর বাড়িতে তল্লাশি ও জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নে সেনাবাহিনীর সদস্যরা এক গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালিয়ে জিনিসপত্র ভাঙচুর করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার (৯ জুলাই ২০২২) বিকালে এ তল্লাশির ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকাল আনুমানিক ৫ টার দিকে স্থানীয় গবঘোনা সেনা ক্যাম্প থেকে দুইটি স্পীডবোট যোগে লে. ফেরদৌস এর নেতৃত্বে ১২ জনের একটি সেনাদল জীবতলী ইউনিয়নের ধনপাতা ও প্রেজুছড়ামুখ এলাকায় টহল অভিযানে যায়। এসময় সেনা সদস্যরা ‌‘সন্ত্রাসী’ খোঁজার নামে মিমাচি মারমা নামে এক নারীর বাড়িতে প্রবেশ করে ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশিকালে সেনারা বাড়ির সকল হাড়ি-পাতিল ভাঙচুর করে দেয় বলে অভিযোগ উঠেছে।

পরে সন্ধ্যার দিকে সেনাদলটি ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *