
নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নে সেনাবাহিনীর সদস্যরা এক গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালিয়ে জিনিসপত্র ভাঙচুর করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার (৯ জুলাই ২০২২) বিকালে এ তল্লাশির ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকাল আনুমানিক ৫ টার দিকে স্থানীয় গবঘোনা সেনা ক্যাম্প থেকে দুইটি স্পীডবোট যোগে লে. ফেরদৌস এর নেতৃত্বে ১২ জনের একটি সেনাদল জীবতলী ইউনিয়নের ধনপাতা ও প্রেজুছড়ামুখ এলাকায় টহল অভিযানে যায়। এসময় সেনা সদস্যরা ‘সন্ত্রাসী’ খোঁজার নামে মিমাচি মারমা নামে এক নারীর বাড়িতে প্রবেশ করে ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশিকালে সেনারা বাড়ির সকল হাড়ি-পাতিল ভাঙচুর করে দেয় বলে অভিযোগ উঠেছে।
পরে সন্ধ্যার দিকে সেনাদলটি ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে।