
নিজস্ব প্রতিবেদক।। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নে সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের (মারমা) তিনটি দোকানে ভাঙচুর ও কয়েকজন পাহাড়িকে মারধর করার খবর পাওয়া গেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আজ শনিবার (১৬ এপ্রিল ২০২২) সকাল সাড়ে ১০টায় মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যছোলা ইউনিয়নের খারিছড়া, সুধুরখীল বাজার ও সেমুতাং গ্যাস ফিল্ড’র আশে-পাশে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এসময় সেটলাররা একজন পাহাড়ি মোটর সাইকেল ভাঙচুরসহ ড্রাইভারকে মারধরসহ আরো অন্তত দু’জনকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মারধরের শিকার হওয়া দুই জনের নাম পাওয়া গেছে। এরা হলেন-ক্যাওরী মারমা (৩০) ও অংক্যাজাই মারমা (৩০)। তারা দু’জনই মানিকছড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তাদেরকে সুধুরখীল বাজারে নামিয়ে রেখে মারধর করা হয়েছে।
বর্তমানে সে এলাকায় বেশ কয়েকটি গ্রাম থেকে সেটলার বাঙালিরা একত্রিত হচ্ছে এবং সাম্প্রদায়িক হামলা করতে পারে বলে আশঙ্কা করছেন সেখানকার পাহাড়িরা। তারা এই ঘটনা রোধ করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এলাকার উত্তেজনাকর পরিস্থিতির কারণে এখনো ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গেছে বলে বলে জানা গেছে।
উল্লেখ, গত ৫ এপ্রিল ২০২২ রাতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ই্উনিয়নের ৩নং ওয়ার্ডের খাড়িছড়া এলাকা থেকে আবদুল কাদের প্রকাশ মইগ্গ্যা কাদের (৪৫) নামে এক ব্যবসায়ী নিঁখোজ হয়েছিল।
উক্ত নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়িদের ওপর এই সাম্প্রদায়িক হামলার পাঁয়তারা চালানো হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।