মানিকছড়িতে সেটলার কর্তৃক এক পাহাড়ি নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে গুরুতর জখম করার অভিযোগ

ধর্ষণে ব্যর্থ হয়ে মো. নূর হোসেনের লাঠির আঘাতে আহত নারী

নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির মানিকছড়িতে সেটলার বাঙালি মো. নূর হোসেন (২২) কর্তৃক ২ সন্তানের জননী এক পাহাড়ি নারীকে (২৭) ধর্ষণে ব্যর্থ হয়ে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল শনিবার (৯ জুলাই ২০২২) বেলা আড়াইটায় মানিকছড়ির যোগ্যছলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আচালং পাড়ায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. নূর হোসেন একই ইউনিয়ন ও ওয়ার্ডের আচালং পাড়ার গোরফান ডাক্তার-এর ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, গতকাল দুপুরে আচালং পাড়ার বাসিন্দা ওই নারী কুয়া থেকে পানি আনতে যান। এ সময় তিনি কুয়ার পাশে ছড়ায় মাছ ধরার জন্য গেলে মো. নূর হোসেন হঠাৎ সেখানে উপস্থিত হয়ে তাকে ঝাপতে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এতে উভয়ের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে সেটলার নূর হোসেন ধর্ষণ করতে ব্যর্থ হয়ে তাকে লাঠি দিয়ে মাথায় ও হাত দিয়ে সজোরে মুখে আঘাত করলে ওই নারী আহত হয়ে মাটিতে পড়ে গেলে সেখানেও দুর্বৃত্ত মো. নূর হোসেন ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই নারী নূর হোসেনকে ধাক্কা দিয়ে চিৎকার করতে করতে কোন রকম নিজেকে রক্ষা করে বাড়িতে ফিরে ঘটনাটি গ্রামবাসীদের জানান। তার মাথায়, মুখে ও শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এলাকাবাসীরা জানান, ঘটনার পর তারা আহত ওই নারীকে প্রথমে মানিকছড়ি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তার অবস্থা আশঙ্কাজনক মনে করে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তারা (এলাকাবাসী) আরও জানান, ‘গতকাল আমরা মামলা করতে ভিকটিমসহ মানিকছড়ি থানায় গিয়েছিলাম। থানার ওসি বলেছেন আগে ভিকটিমকে বাঁচাতে হবে। তাকে চিকিৎসা করিয়ে সুস্থ করেন তারপর আমি অবশ্যই মামলা গ্রহণ করব’।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত মো. নূর হোসেনকে গ্রেফতার করা হয়নি। পুলিশ তাকে গ্রেফতারে কোন পদক্ষেপ নিয়েছে কিনা তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *