নিজস্ব প্রতিবেদক।। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ই্উনিয়নের ৩নং ওয়ার্ডের খাড়িছড়া এলাকা থেকে আবদুল কাদের প্রকাশ মইগ্গ্যা কাদের (৪৫) নামে এক ব্যবসায়ী নিঁখোজ হওয়ার ঘটনা নিয়ে সাম্প্রদায়িক উস্কানির পাঁয়তারা চালানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল ২০২২) রাতে এ নিখোঁজের ঘটনাটি ঘটে বলে জানা যায়।
জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে মো. আবদুল কাদের খাড়িছড়া দোকান হতে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে আর বাড়ি ফেরেননি। পরে গতকাল রাতে ও আজ বুধবার সকালে খোঁজাখুঁজির পর খাড়িছড়া মন্দির সংলগ্ন জঙ্গলে তার ব্যবহৃত মোটর সাইকেল (নাম্বারবিহীন), জুতা, স্কসটেপ ও একটি দড়িসহ বেশ কিছু আলামত দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
তবে তিনি কিভাবে নিখোঁজ হলেন এ নিয়ে তার পরিবারের লোকজনসহ কেউই নিশ্চিত করে বলতে পারেননি।
কিন্তু উক্ত নিখোঁজের ঘটনা নিয়ে একটি গোষ্ঠি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এলাকার পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে, ”দৈনিক পার্বত্য সংবাদ-Parbatta Sangbad” নামের একটি ফেসবুক পেজ থেকে নিখোঁজ আবদুল কাদেরকে ‘উপজাতি সন্ত্রাসী’ কর্তৃক অপহরণ করা হয়েছে বলে প্রচার চালানো হচ্ছে। এমনকি ওই পেজে নিখোঁজ ব্যক্তির পরিবারের বরাত দিয়ে ঘটনাটির সাথে ইউপিডিএফকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।
তবে ইউপিডিএফ’র মনিকছড়ি-রামগড় এলাকার এক সংগঠক হ্লাচিং মারমা উক্ত নিখোঁজ ঘটনার সাথে ইউপিডিএফ কোন প্রকার সম্পৃক্ত নয় বলে জানিয়েছেন।
তিনি তদন্তের মাধ্যমে ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি করেছেন। আর উক্ত ঘটনা নিয়ে যাতে অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।