খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের টাকারমনি পাড়ায় সেটলার কর্তৃক চার সন্তানের জননী এক পাহাড়ি নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষণ চেষ্টাকারী সেটলারের নাম মোঃ সাদেক (৩০), পিতা- মেরঃ রশীদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২ জুন) দুপুর আনুমানিক ১২ টার সময় মোঃ সাদেক ওই নারীর বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার স্বামী বাড়িতে ছিলেন না।
পরে ওই নারীর চিৎকার শুনে আশে-পাশের লোকজন ছুটে গেলে ধর্ষণ চেষ্টাকারী মোঃ সাদেক পালিয়ে যায়।