মহালছড়িতে এক পাহাড়ির রেকর্ডিয় জায়গায় সেটলার বাঙালির ঘর নির্মাণ

নিজস্ব প্রতিবেদক।। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইইনয়নের ২৫০ নং লেমুছড়ি মৌজার বদনালা গ্রামের বাসিন্দা দেবপ্রিয় চাকমার রেকর্ডিয় জায়গায় এক সেটলার বাঙালি কর্তৃক ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

দেবপ্রিয় চাকমার পিতার নাম মৃত রাজ চন্দ্র চাকমা। উক্ত জায়গাটি তার পৈত্রিক সম্পত্তি। সেখানে তার জায়গার পরিমাণ সাড়ে ৩ একর। এটি ১৯৬৪-৬৫ সালে সরকারিভাবে রেকর্ডীয় জায়গা বলে তিনি জানান।

জানা গেছে, গত ৪/৫ দিন আগে মো. সাইফুল নামে এক সেটলার বাঙালি দেবপ্রিয় চাকমার উক্ত রেকর্ডিয় জায়গার ওপর ঘর নির্মাণ করতে শুরু করে। স্থানীয় মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা বাধা দিলেও মো. সাইফুল তা না মেনে সেখানে ঘর নির্মাণ করে ফেলে।

জায়গা বেদখলকারী মো. সাইফুলের পিতার নাম মো. আজাদ। তার বাড়ি মহালছড়ির কালাপাহাড় বলে জানা গেছে।

উল্লেখ্য, মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রায় সময়ই সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের জায়গা বেদখলের ঘটনা ঘটে থাকে। গত ৫ জুলাই উক্ত ইউনিয়নের জয়সেন পাড়া এলাকায় সেটলার বাঙালিরা পাহাড়িদের ৩৭টি ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। কিন্তু প্রশাসন সেটলারদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়ায় তারা বার বার পাহাড়িদের জায়গা বেদখলে উৎসাহ পেয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published.