রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের এগুজ্জেছড়ি গ্রাম থেকে রনজিৎ চাকমা(৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
আটক ব্যক্তি জনসংহতি সমিতির যুব শাখা পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির ফারুয়া ইউনিয়ন কমিটির সহ-সভাপতি বলে জানা গেছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৭ জানুয়ারি ২০২১) ভোররাত ৩:৩০ টার সময় সেনাবাহিনীর ফারুয়া বাজার সাব জোনের একদল সেনা সদস্য এগুজ্জেছড়ি গ্রামের নিজ বাড়ি থেকে রনজিৎ কুমার চাকমাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
আজ শুক্রবার বিকাল ৪টার দিকে আটক রনজিৎ চাকমাকে বিলাইছড়ি সদরের দীঘলছড়ি সেনা জোনে নেওয়া হয়। পরে বিকাল সাড়ে ৫টার সময় দিকে তাকে বিলাইছড়ি থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
তবে তার বিরুদ্ধে কী মামলা দেওয়া হয়েছে তা জানা যায়নি।