বান্দরবানে মারমা লিবারেশন পার্টির ২ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানে মারমা লিবারেশন পার্টির ২ সদস্য আটক, অস্ত্র উদ্ধার
 

বান্দরবান: তিন পার্বত্য জেলার আঞ্চলিক সংগঠন মারমা লিবারেশন পার্টির দুই সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি দেশি বন্দুক ও চারটি কার্তুজ।

সোমবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে তাদের বান্দরবানের কুহালং ইউনিয়নের ডলু পাড়া চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মংএচিং মার্মা (৫২) ও হাইসিং মং মার্মা (৪০)। তাদের বাড়ি রাঙামাটি জেলার গাইন্দ্যা ইউনিয়নের রাজস্থলী থানার তিন নম্বর ওয়ার্ডে।
 
পুলিশ জানায়, ভোরে মংএচিং ও হাইসিং একটি মোটরসাইকেলে ডলু পাড়া চেকপোস্ট পার হচ্ছিলেন। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের তল্লাশির জন্য দাঁড়াতে বললে তারা আরও জোরে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। দ্রুত কিছুদূর গিয়ে রাস্তার ওপর পড়ে যান তারা। এসময় চেকপোস্টের পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে। পরে তাদের তল্লাশি করে একটি দেশি বন্দুক ও চারটি কার্তুজ পাওয়া যায়। এছাড়া তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
 
পুলিশ আরও জানায়, আটক মংএচিং মার্মা ও হাইসিং মং মার্মাকে জিজ্ঞাসাবাদ করা হলে, তারা নিজেদের পার্বত্য জেলার আঞ্চলিক সংগঠন মারমা লিবারেশন পার্টির সদস্য বলে দাবি করেন।  

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, আটক দু’জনের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর এ ধারায় মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *