বান্দরবান পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের টাইগার পাড়ায় স্থানীয় তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের দুই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার (১৮ মার্চ) রাতে তারা তৈরি পোশাক কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার এক তরুণী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন বলে জানিয়েছেন বান্দরবান সদর থানা ওসি শহিদুল আলম চৌধুরী।
তিনি আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন।
মামলায় আসামিরা হলেন, উবাচিং মারমা (২৩) ও সুজন বড়ুয়া সায়রা (২৭)। উবাচিং শহরের পৌর এলাকার ৯নং ওয়ার্ড-এর যৌথ খামার পাড়ার সাচথুই মারমার ছেলে। আর সুজন বড়ুয়া মাহিন্দ্র বোলেরা চালক। তবে সুজন বড়ুয়ার ঠিকানা পাওয়া যায়নি।
মামলার বিবরণে বলা হয়েছে, শহরের কাছের এক গার্মেন্টেসে কাজ শেষে বুধবার রাত ৯টায় সিএনজি চালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তারা। এ সময় পেছনের সিটে আরও দুই নারী-পুরুষ ছিলেন। ওই নারী পথে নেমে যান। এরপর অটোরিকশাটি নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে টাইগার পাড়া থেকে রেইছা সিনিয়র পাড়ার রাস্তায় নিয়ে যায়।
নির্জন এলাকায় পৌঁছলে ওই দুই নারীকে ধষর্ণ করেন তারা। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুজনই পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে।
বান্দরবান সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রত্যুষ পল ত্রিপুরা জানিয়েছেন, ঘটনার শিকার তরুণীদের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
সূত্র: অনলাইন মিডিয়া