বান্দরবানে গোয়েন্দা বাহিনীর পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নেয়ার অভিযোগ

বান্দরবান জেলা সদরের বালাঘাটা এলাকা থেকে গোয়েন্দা বাহিনীর পরিচয়ে বুদ্ধসেন তঞ্চঙ্গ্যা (৪৫) নামে এক ব্যক্তিকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ ঘটনা ঘটে।

বুদ্ধধন তঞ্চঙ্গ্যার বাড়ি বালাঘাটা এলাকাস্থ তুলা উন্নয়ন বোর্ড এলাকায়। তার পিতার নাম দ্বিবারতন তঞ্চঙ্গ্যা।জানা গেছে, গতকাল সকাল আনুমানিক ৮টার দিকে তুলা উন্নয়ন বোর্ডের ফটকের সম্মুখে এক পাহাড়ি (মারমা) মালিকানাধীন চায়ের দোকানে চা খেতে বসেন বুদ্ধসেন তঞ্চঙ্গ্যা।এ সময মাহেন্দ্র গাড়িতে করে ৩-৪ জন বাঙালি ঐ চায়ের দোকানের সামনে এসে থামে। এদের মধ্যে ২ জন লোক গাড়ি থেকে নেমে নিজেদের গোয়েন্দা বাহিনীর লোক পরিচয় দিয়ে তাদের সঙ্গে যেতে হবে বলে বুদ্ধসেন তঞ্চঙ্গ্যাকে গাড়িতে তুলে নিয়ে যায়। তারা যাওয়ার সময় বান্দরবান শহরের দিকে চলে যায়।এদিকে ঘটনাটির খবর পেয়ে বুদ্ধসেন তঞ্চঙ্গ্যার স্ত্রী গুণদেবী তঞ্চঙ্গ্যা (৩৫) ও আত্মীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা সকাল আনুমানিক ৯:৩০টার দিকে বান্দরবান সদর থানায় যান এবং পুলিশকে বিষয়টি অবহিত করে পুলিশের নিকট বুদ্ধসেন তঞ্চঙ্গ্যার খোঁজ জানতে চান। কিন্তু পুলিশ এ বিষয়ে জানে না বলে তাদেরকে জানায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়নি এবং কোথায় রাখা হয়েছে তাও জানা সম্ভব হয়নি।

এদিকে তাকে তুলে নিয়ে যাওয়ার প্রকৃত কারণ জানা না গেলেও তিনি পিসিজেএসএস’র কাজের সাথে জড়িত ছিলেন বলে একটি সূত্র জানিয়েছে।এছাড়া তার এক বড় ভাইও জনসংহতি সমিতির প্রত্যাগত সদস্য ছিলেন। অসুস্থতার কারণে তিনি ২০১৮ সালে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *