বান্দরবানের রুমায় ইউপি সদস্যসহ ২ জনকে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি।। বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের পান্থলা পাড়া থেকে দুর্বৃত্তরা এক ইউপি সদস্যসহ দুইজনকে অস্ত্রের মুখে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা এ অপহরণ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।

গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই ২০২২) ভোররাতে এ অপহরণ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- গ্যালেঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মংসাচিং মারমা (৫০) ও পাড়ার কৃষক মংওয়েই সিং মারমা (৩২)।

স্থানীয় ও অপহৃত পরিবারের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে কয়েকজন অস্ত্রধারী যুবক নিজেদের বাড়ি থেকে মংসচিং ও মংওয়েই সিং মারমাকে অপহরণ করে নিয়ে যায়। তাদের কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় রুমা থানায় নিখোঁজ অভিযোগ করা হয়েছে বলে অপহৃতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্যালেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও মৌজার হেডম্যান মেনরথ ম্রো বলেন, পান্থলা পাড়া থেকে গ্যালেঙ্গার ইউপি সদস্যসহ ২ জনকে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে অপহরণের সাথে কারা জড়িত জানা যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, অপহরণের খবর পেয়েছি। অপহৃতের স্বজনরা থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তবে তিনি কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *