বান্দরবানের রাজভিলা ইউনিয়নের থংজমা পাড়া ও মশাবনিয়া পাড়ায় সেনাবাহিনী কর্তৃক অন্তত ১০ গ্রামবাসী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া সেনারা নিসাঅং মারমা (৪৩), পিতা-মৃত শৈথুইউ মারমা নামে এক জেএসএস সদস্যের বাড়িও তল্লাশি চালায় বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর ২০২১) রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল রাত ৯টার সময় ডলু পাড়া ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল থংজমা পাড়ায় প্রবেশ করে পাড়ার বেশ কয়েকজনকে ধরে নিসাঅং মারমার বাড়িতে নিয়ে বেঁধে রাখে এবং মারধর করে।
যারা মারধরে শিকার হন তারা হলেন- রেদামং মারমা (৩৭), পিতা- অংসাহ্লা মারমা; উমংশৈ মারমা (৩২), পিতা: ক্যমং মারমা; উশৈথোয়াই (২৬), পিতা: সানুঅং মারমা; উসামং মারমা (২৬), পিতা: মংসাপ্রু মারমা; থুইসাপ্রু (২৬), পিতা: থোয়াইসাপ্রু মারমা; লুসাইমং (২৩), পিতা: মেদোসে মারমা; মেসাচিং মারমা (৩৭), পিতা: মংবাথোয়াই মারমা।
এছাড়া সেনারা পার্শবর্তী মশাবনিয়া পাড়ার ৩ ব্যক্তিকেও মারধর করে। তারা হলেন- থুইসেপ্রু মারমা (৪০), পিতা: উথোয়াই মারমা; মংশৈথুই মারমা (৩৭), পিতা- থুইহ্লা মারমা; চিংহ্লাপ্রু মারমা (৪৫), পিতা: অজ্ঞাত।
সেনারা নিসাঅং মারমার বাড়ির দরজা ভেঙ্গে প্রবেশ করে তল্লাশি চালায় ও বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়। তবে নিসাঅং মারমা বাড়িতে ছিলেন না।
এছাড়া সেনারা নিসাঅং মারমার দোকানের জিনিসপত্রাদি ভাংচুর এবং নষ্ট করে দেয়। দোকানের ফ্রিজে থাকা ঠান্ডা পানি এবং বিষ্কুটগুলো খেয়ে সাবাড় করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।