খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩নং সদর ইউনিয়নের বন্ধ ঘোষিত ২টি ভোট কেন্দ্রে আগামীকাল ২১ মার্চ ২০২২, সোমবার ভোটগ্রহণ করা হবে বলে জানা গেছে।
গত ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপের ইউপি নির্বাচনে উক্ত ইউনিয়নসহ পানছড়ির ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্ত আ্ওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষের লোকজন জালভোট প্রদানসহ বিশৃঙ্খলা সৃষ্টি করলে সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও ৮নং ওয়ার্ডের পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বন্ধ ঘোষণা করে চূড়ান্ত ফলাফল স্থগিত করে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
উক্ত ইউনিয়নের মোট ১০টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের ঘোষিত ফলাফেলে স্বতন্ত্র প্রার্থী উচিত মনি চাকমা আনারস প্রতীকে ৫৬৪৩ ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. নাজির হোসেন পেয়েছেন ৪,৪১৯ ভোট।
বন্ধঘোষিত পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার সংখ্যা ১৭৮৪ ও পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার সংখ্যা ২৮৪৪। দুটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪,৬২৮টি। উক্ত ২ কেন্দ্রে চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্য পদে পুন:ভোট গ্রহণ হবে জানা গেছে।
এদিকে, একটি বিশেষ সূত্রে আগের মতো ভোট কেন্দ্র বিশৃঙ্খলা সৃষ্টি ও নৌকা প্রার্থীর পক্ষে জাল ভোট দেয়ার পরিকল্পনার কথা জানা গেছে। আওয়ামী লীগের কতিপয় লোকজন নৌকা প্রতীকের প্রার্থীকে জিতিয়ে দেয়ার জন্য তা্ইন্দং, তবলছড়ি, উল্টাছড়ি গিয়া নগর ও মোহম্মদপুর এলাকা থেকে বহিরাগত ৩০০ পুরুষ ও ৩০০ মহিলা এনে জালভোটের পরিকল্পনা নিচ্ছে বলে সূত্রটি জানিয়েছে। ফলে এবারও উক্ত ২টি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট জালিয়াতির আশঙ্কা করছেন ওই এলাকার পাহাড়ি ভোটাররা। তাই, তারা ভোটগ্রহণ যাতে সুষ্ঠু্ ও নিরপেক্ষ হয় তার জন্য নির্বাচনী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অনুরোধ জানিয়েছেন।