পানছড়িতে সেটলার ভিডিপি সদস্য কর্তৃক এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের চেষ্টা!

নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আমতলী এলাকায় সেটলার ভিডিপি সদস্য কর্তৃক নবম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি ছাত্রীকে (১৫) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার ( ২৬ জুলাই ২০২২) বিকালে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। তবে ঘটনাটি আজই প্রকাশ পায়।

অভিযুক্ত সেটলার ভিডিপি সদস্যের নাম মো. এলফুজ(২২), পিতা- মো. বাদশা, গ্রাম-শান্তিনগর, লোগাং ইউপি।

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৩ টায় দিকে ভুক্তভোগী ওই ছাত্রী বাড়িতে একা অবস্থানকালে সেটলার ভিডিপি সদস্য মো. এলফুজ তাদের বাড়িতে উপস্থিত হয়। এ সময় সে পানি খেতে  চাইলে ওই ছাত্রী তাকে পানি দেয়ার জন্য ঘরের ভিতর থেকে পানি আনতে গেলে সুযোগ বুঝে  মো. এলফুজও ঘরে ঢুকে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এতে ওই ছাত্রী চিৎকার করলে তার বাবা জমিতে কাজ করার সময় চিৎকার শুনে বাড়িতে আসলে মো. এলফুজকে দেখতে পায়। এ সময় মো. এলফুজ ভুক্তভোগী ছাত্রীর বাবার কাছ থেকে মাফ চেয়ে বাড়িতে চলে যায়।

পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা ধর্ষণ চেষ্টাকারী  মো. এলফুজকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

এদিকে এই রিপোর্ট তৈরির কিছু আগে সেনাবাহিনীর একদল সদস্য ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তারা কী কারণে সেখানে গেছে বা ঘটনা বিষয়ে কোন কিছু জিজ্ঞাসা করেছে কিনা তা আর জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *