নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় দুর্বৃত্তরা এক পাহাড়ি নারীকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত ২৬ ডিসেম্বর ২০২০ দিবাগত রাত ২টার সময়।
ভিকটিম ওই নারী কাঁচপুরের একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। তার বাড়ি দীঘিনালায় বলে জানা গেছে।
জানা গেছে, ঘটনার দিন দিবাগত রাত ২টার সময় ওই নারী কারখানা থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে পথরোধ করে ধর্ষণ ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু ওই নারী প্রতিরোধ করলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। এ অবস্থায় ওই নারী কোন রকমে পালিয়ে গিয়ে প্রাণে বেঁচে যায়। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।