নান্যাচরে সেনা-মুখোশদের যৌথ হামলা, ইউপিডিএফ’র এক সদস্যকে আটক

রাঙামাটির নান্যাচর উপজেলার ১৮ মাইল (রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে) নামক স্থানে সেনাবাহিনী ও তাদের মদদপুষ্ট মুখোশ সন্ত্রাসীরা যৌথভাবে হামলা চালিয়ে ইউপিডিএফের এক সদস্যকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (০২ নভেম্বর ২০২১) দুপুরে এই ঘটনা ঘটে।

আটক ইউপিডিএফ সদস্যের নাম সুগত চাকমা ওরফে রিকন (২২), পিতা- রূপ কুমার চাকমা, গ্রাম-জোরবো মহাজন পাড়া, নান্যাচর সদর ইউনিয়ন।

জানা যায়, আজ দুপুর ১২টার সময় সুগত চাকমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় নান্যাচর জোনের সেনাবাহিনীর সহযোগীতায় আগে থেকে জঙ্গলে ওঁৎ পেতে থাকা রণয় চাকমার নেতৃত্বে একদল মুখোশ সন্ত্রাসী তার ওপর গুলি চালায়। তবে তার গায়ে গুলি লাগেনি। এ সময় তিনি হতবিহ্বল হয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে মুখোশ সন্ত্রাসীরা তাকে ধরে ফেলে।

পরে সন্ত্রাসীরা সুগত চাকমাকে নিয়ে সিএনজিযোগে দ্বিসানপাড়া রাস্তার মুখে সেনাদের কাছে যায়। সেখানে আগে থেকেই একদল সেনা সদস্য সন্ত্রাসীদের নিরাপত্তায় নিয়োজিত ছিল।

এরপর সন্ত্রাসীরা সুগত চাকমাকে সেনা সদস্যদের হাতে তুলে দিয়ে দুপুর ১:১৫টার দিকে নানাচরের গোলসাছড়ির দিকে এবং সেনারা সুগত চাকমাকে নিয়ে গাড়িযোগে নান্যাচর জোনে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *