নিজস্ব প্রতিনিধি।। রাঙাামাটির নান্যাচর উপজেলার কমতুলি নামক স্থানে আজ রবিবার (১৪ আগস্ট ২০২২) সকাল থেকে এবং চাকমার নেতৃত্বে সেনা মদদপুষ্ট নব্যমুখোশ সন্ত্রাসীদের একটি দল এলাকার সাধারণ লোকজনের কাছ থেকে জোরপূর্বক চাঁদা উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে সন্ত্রাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর একটি দল কেরেটছড়িতে অবস্থান নেয়। আর সেনাদের নিরাপত্তার বলয়ের মধ্যে সন্ত্রাসীরা নির্বিঘ্নে জনসাধারণের কাছ থেকে হুমকি-ধমকি দিয়ে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে বলে স্থানীয়রা জানান।
সেনা-মুখোশ মিলে জনগণের কাছ থেকে এমন জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনায় এলাকাবাসী অসন্তোষ প্রকাশ করেছেন।