নান্যাচরের মেজর পাড়ায় সেনাবাহিনী কর্তৃক তিন গ্রামবাসীর বাড়িতে তল্লাশির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির নান্যাচর উপজেলার সাকেক্ষ্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেজর পাড়ায় সেনাবাহিনী তিন গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রবিবার (১২ জুন ২০২২) রাতে এ তল্লাশির ঘটনা ঘটে বলে জানা যায়।

যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন, ১. বিকাশ চাকমা (৩০) পিতা- রমনি রঞ্জন চাকমা ২. মিশন চাকমা (৩০) পিতা- টক্কুলো চাকমা ৩/.রিপন চাকমা (২৮) পিতা- ধন কুমার চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার সময় মহালছড়ি জোনের একটি সেনা দল মেজর পাড়ায় হানা দেয়। এ সময় সেনা সদস্যরা কথিত “সন্ত্রাসী” খোঁজার নামে উক্ত তিন গ্রামবাসীর বাড়িতে ব্যাপক তল্লাশি চালায় ও বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়। তবে অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা পরে ক্যাম্পে ফিরে যায়।

পার্বত্য চট্টগ্রামে এমন জনহয়রানিমূলক তল্লাশি প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে। সেনাশাসন অপারেশন উত্তরণের আওতায় সেনারা নিরাপত্তার নামে রাত-বিরাতে অহেতুক গ্রামবাসীদের ঘরবাড়িতে তল্লাশি চালিয়ে হয়রানি করে থাকে। অনেক সময় কাউকে কাউকে ধরে নিয়ে অস্ত্র গুজে দিয়ে “সন্ত্রাসী” সাজিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়।

এদিকে, রাতের আঁধারে তিন গ্রামবাসীর বাড়ি তল্লাশির ঘটনায় স্থানীয় এলাকার জনগণ ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *