দীঘিনালায় সেনা হেফাজতে ইউপিডিএফ নেতা হত্যার প্রতিবাদে কাউখালিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির দীঘিনালায় সেনা হেফাজতে নির্যাতন চালিয়ে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা (সৌরভ)-কে হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িত সেনাদের বিচারের আওতায় আনার দাবিতে তিন সংগঠনের উদ্যোগে রাঙামাটির কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ ২০২২) বেলা ২টায় হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে।

মিছিল পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী থানা শাখার সাংগঠনিক সম্পাদক ক্যথুই মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক অভি মারমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ইশা চাকমা, গণতান্ত্রক যুব ফোরামের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক থুইনুমং মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালী থানা শাখা সভাপতি সুমন চাকমা।

সমাবেশে বক্তারা ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা সৌরভকে সেনা হেফাজতে নির্যাতন চালিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, পার্বত্য চট্রগ্রামে সেনাবাহিনীর নিপীড়ন-নির্যাতন আগের চেয়ে আরো ভায়বহ রূপ নিয়েছে। বিচার বহির্ভুত হত্যা, অন্যায় গ্রেফতার, নির্যাতন, তল্লাশির নামে হয়রানি, অস্ত্র গুজে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো এখন প্রতিনিয়ত ঘটেই চলছে। শুধু দীঘিনালায় নয়, কাউখালীসহ সর্বত্র এখন এই পরিস্থিতি বিরাজ করছে। ক্ষমতাসীন সরকার ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেনাবাহিনী নিজেদের প্রমোশন বাণিজ্য পাকাপোক্ত করতে জনগণের ওপর যা ইচ্ছে তাই করছে। যার ফলে জনমনে এখন সর্বদা আতঙ্ক ও ভয় বিরাজ করছে।

বক্তারা সরকার-সেনাবাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র-যুব-নারী সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশ থেকে বক্তারা ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা সৌরভের হত্যার ঘটনায় জড়িত সেনা সদস্যদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার ও শাস্তি, বিচার বহির্ভুত হত্যাসহ সকল প্রকার দমন-পীড়ন বন্ধ করা এবং সেনাশাসন প্রত্যাহার করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *