গত ২৬ আগস্ট ২০১৯ দিবাগত রাত আনুমানিক ২:০০ টায় দীঘিনালা জোনের সেনাবাহিনীর একটি দল খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলাধীন কবাখালি ইউনিয়নের কৃপাপুর গ্রামে শান্তিময় চাকমা ওরফে সুমন এর বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে তিন নিরীহ গ্রামবাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- (১) নবীন জ্যোতি চাকমা, ৩২ বছর, পীং-ধন্যাসেন চাকমা; (২) ভুজেন্দ্র চাকমা, ৫০ বছর, পীং-তুঙ্যারাম চাকমা ও (৩) রুসিল চাকমা। এরপর গ্রেফতারকৃতদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্র বলেছে যে, গত ২৭ আগস্ট, দুপুর আনুমানিক ১২:০০ টায় গ্রেফতারকৃতদের দীঘিনালার বিনন্দচুক ভাবনা কেন্দ্র এর নিকটবর্তী জঙ্গলে নিয়ে যাওয়া হয় এবং এরপর গুলি করে হত্যা করা হয়। স্থানীয়দের আরও অভিযোগ, সেনাবাহিনী মৃতদেহগুলির সাথে দুটি অস্ত্রও রেখে দেয়। সেনাবাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে দাবি করে যে, সশস্ত্র দুস্কৃতিকারীরা তাদের উপর হামলা করলে সেনাবাহিনীও প্রতি-আক্রমণ করে। এতে ঐ তিন ব্যক্তি নিহত হয়।