গত ২৯ জুলাই ২০১৯ সকাল আনুমানিক ৯:০০ টায় বিজিবি’র বান্দরবান জোনের সেক্টর কম্যান্ডারের নেতৃত্বে একদল বিজিবি সদস্য বান্দরবান পার্বত্য জেলাধীন থানচি উপজেলার থানচি সদর ইউনিয়নের আদিবাসী জুম্ম অধ্যুষিত জিনি অং পাড়ার প্রায় ১০০ একর ভূমিতে জোরপূর্বক একটি প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনের চেষ্টা চালায়।
এতে অন্তত ৫৪ পরিবারের বসবাস রয়েছে এবং প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন হলে তারা উচ্ছেদ হবে বলে জানা গেছে। তবে ঐদিন ঐ এলাকার আদিবাসী জুম্মরা বিজিবি কর্তৃক অবৈধভাবে তাদের ভূমি বেদখলের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং প্রতিরোধে এগিয়ে আসেন। এতে সেক্টর কম্যান্ডার জুম্মদের উপর চটে গিয়ে হুমকিমূলক কথা বলেন বলে জানা যায়।