ছুরিকাঘাতে নিহত এল্টু চাকমার হত্যাকারী সেটেলার বাঙ্গালি খাগড়াছড়ি জোন সদর কর্তৃক আটক।
ঘটনা ১১ ঘন্টার অভিযানে সেটেলার বাঙ্গালি মোঃ সাজু মিয়া (২১) আজ খাগড়াছড়ি জোন সদরের একটি স্পেসাল টহল আটক করে। সেটেলার বাঙ্গালি মোঃ সাজু মিয়া বাড়ি উত্তর গঞ্জ পাড়া,খাগড়াছড়ি সদর।
উল্লেখ্য যে, খাগড়াছড়ি জেলা শহরে দৃর্বৃত্তের ছুরিকাঘাতে এলটু চাকমা (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (২০ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শহরের শান্তিনগর মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
এলটু মহালছড়ির মাইসছড়ির নোয়াপাড়া এলাকার অনিল বিকাশ চাকমার ছেলে। তিনি একটি সিগারেট কোম্পানিতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল হাসান খান জানান, সিগারেট কোম্পানির স্থানীয় একটি দোকানের গুদামে ঢুকে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এল্টু চাকমার হত্যাকরী সেটেলার বাঙ্গালি মোঃ সাজু মিয়ার উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
প্রথম ছবিটি এল্টু চাকমার হত্যাকারী সেটেলার বাঙ্গালি মোঃ সাজু মিয়া।