চট্টগ্রামে এক সংখ্যালঘুর উপর নৃশংস হামলা

অনিমেষ ভট্টাচার্য

চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী থানার শীলকুপ গ্রামের মৌলবাদী সন্ত্রাসীদের হামলা শিকার হন একই এলাকার একজন সংখ‍্যালঘু। ভিকটিমের নাম জয়সেন বড়ুয়া (৭৪)। তিনি উক্ত এলাকার বড়ুয়া পাড়ার বাসিন্দা।

বিগত ০৩/০৯/২০২৪ স্থানীয় সময় সকাল ১১টা দিকে এলাকার মৌলবাদী নেতা মোঃ দুদু মিয়া ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে ভিকটিম জয়সেন বড়ুয়া বাড়িতে গিয়ে দেশ ত‍্যাগে হুমকি দেন। পরিবারের সদস্যদের নিয়ে গালাগালি করে এবং তার ছেলে জনি বড়ুয়াকে হত‍্যার হুমকি দেন। ভিকটিম জয়সেন বড়ুয়া প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে তার উপর অমানুষিক নির্যাতন চালায়। বেদম প্রহারের কারণে জয়সেন বড়ুয়া রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা চলে গেলে স্থানীয় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতলে ভর্তি করানো হয়।

ভিকটিমের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ না আসায় পুলিশ কাউকে গ্রেফতার করেননি। বিষয়টি নিয়ে বড়ুয়া পাড়ায় বেশ উত্তেজনা বিরাজ করছে। ভয় আর আতঙ্কে কেউ হামলাকারীদের বিরুদ্ধে মুখ খুলছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *