চট্টগ্রামের কালুরঘাটে ভবন মালিক কর্তৃক এক পাহাড়ি কিশোরী ধর্ষণ চেষ্টার শিকার

প্রতীকী ছবি

চট্টগ্রাম ।। চট্টগ্রামের কালুরঘাট বেসিক শিল্প এলাকার আটগাছতলা নামক স্থানে রফিক বিল্ডিং নামক ভবনের জমিদার (মালিক) মো. রফিক কর্তৃক এক পাহাড়ি কিশোরী ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ ধর্ষণ চেষ্টার সহায়তাকারী ভবনের ইনচার্জ মো. মিলনকে আটক করেছে বলে জানা গেছে। তবে ধর্ষণ চেষ্টাকারী মো. রফিক পলাতক রয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর ২০২১ দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা যায়, ২৯ সেপ্টেম্বর দুপুর ১টার সময় ভবনের জমিদার মো. রফিক বকেয়া ভাড়া আদায়ের নামে ভবনটি দেখাশোনার দায়িত্বে থাকা ইনচার্জ মিলনের মাধ্যমে কিশোরীকে তার অফিস কক্ষে ডেকে নেয়। তার ডাকে কিশোরী সেখানে গেলে মো. রফিক অফিস কক্ষ তালাবদ্ধ করে ঐ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আর তাকে সহায়তা করে ভবনের ইনচার্জ মো. মিলন।

এ সময় ভুক্তভোগী কিশোরী সাহায্যের জন্য উচ্চস্বরে চিৎকার করলে রফিক তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং ঘটনাটি প্রকাশ না করতে বাধ্য করে।

পরবর্তীতে ১ অক্টোবর ঘটনাটি সবার মাঝে জানাজানি হলে ঐ এলাকায় অবস্থানরত পাহাড়ি প্রতিনিধিগণ ভুক্তভোগী কিশোরীসহ চান্দঁগাও থানায় গিয়ে নারী নির্যাতন মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং রাতে ধর্ষণ চেষ্টার সহায়তাকারী ভবনের ইনচার্জ মিলনকে আটক করে। তবে ধর্ষণ চেষ্টাকারী ভবনের জমিদার মো. রফিক পলাতক রয়েছে।

চান্দঁগাও থানার এসআই লিটন উক্ত মামলাটি তদন্তের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *