রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়ো আদামে সেনাবাহিনী কর্তৃক নিরীহ গ্রামবাসীদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এতে তিন গ্রামবাসী আহত হয়েছেন বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন।
গতকাল সোমবার (১৬ মার্চ) রাতে এ নির্যাতনের ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার হয়ে আহত হওয়া গ্রামবাসীরা হলেন- ১. ডিসপন চাকমা (প্রাক্তন ইউপি সদস্য), পিতা- সুরেন্দ্র মোহন চাকমা, ২. উজ্জ্বল চাকমা (২২), পিতা- শান্তি কুমার চাকমা ও ৩. মরত্তো চাকমা (৪৫), পিতা- বরন্তি মোহন চাকমা।
এর মধ্যে ডিসপন ও উজ্জ্বল চাকমার শারিরীক অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয়রা অভিযোগ করে এ প্রতিবেদকে জানান, গতকাল রাত পৌনে ৯টার সময় কুতুকছড়ি ক্যাম্প থেকে একদল সেনা সদস্য গাড়িযোগে এসে স্থানীয় দোকানের সামনে নামে। এ সময় সেনারা কোন কারণ ছাড়াই দোকানে বসে থাকা লোকজনকে বেপরোয়াভাবে লাঠিসোটা দিয়ে মারধর করতে থাকে। এক পর্যায়ে উক্ত তিন জনকে (ডিসপন, উজ্জ্বল ও মরত্তো) লাইনে দাঁড় করিয়ে তাদের ওপর বেদম শারীরিক নির্যাতন চালায়। এতে ডিসপন চাকমা গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।
এদিকে, একই সময় কয়েকজন সেনা সদস্য দোকানের পার্শ্ববর্তী মহিলা ইউপি সদস্য সুভ্রা চাকমার বাড়ি ঘেরাও করে তাকে ও তার দেবর অর্পণ চাকমাকে বাড়ির বাইরে নিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও নানা হুমকি দেয়। এক পর্যায়ে সেনারা তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে তারা অভিযোগ করেছেন।
সেনারা উক্ত তিন গ্রামবাসীকে ইচ্ছামত নির্যাতনের পর আহত অবস্থায় ছেড়ে দেয় এবং পরে তারা ক্যাম্পে ফিরে যায়। যাবার সময় আজ (মঙ্গলবার) সকালে ক্যাম্পে গিয়ে যোগাযোগ করার জন্য নির্দেশ দিয়ে যায় বলে গ্রামবাসীরা জানান।
সেনাদের এমন অমানবিক অত্যাচারে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন এবং নিরীহ জনসাধারণের ওপর এ ধরনের অন্যায়-অবিচার বন্ধের দাবি জানিয়েছেন।