নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভূইয়ো আদাম নামক গ্রামে সেনাবাহিনী কর্তৃক তিন গ্রামবাসীর বাড়িতে তল্লাশি ও সাধারণ জনগণকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার (১২ অক্টোবর ২০২২) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তারা হলেন- ১. অমর সিং চাকমা (৪৫), পিতা কৃপাচার্য চাকমা; ২. বিমল কান্তি চাকমা (৫৫) পিতা-কৃষ্ণ মোহন চাকমা ও ৩. অমর সিং চাকমা (৪৩), পিতা- শুক্র কুমার চাকমা । তারা সকলে ভূইয়ো আদাম গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোররাত আনুমানিক সাড়ে ৩টার সময় নান্যাচর সেনা জোনের অধীন কুদুকছড়ি সেনাক্যাম্পের একদল সেনা সদস্য কয়েকজন নব্যমুখোশ দুর্বৃত্তকে সাথে নিয়ে ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়ো আদাম নামক গ্রামে হানা দেয়। এ সময় সেনা সদস্যরা উক্ত তিন গ্রামবাসীর বাড়ি ঘেরাও করে এবং ঘুমন্ত লোকজনকে জাগিয়ে তুলে বাড়ি থেকে বের হতে বলে। লোকজন বাড়ি থেকে বের হলে সেনারা বাড়িতে প্রবেশ করে তন্নতন্ন করে তল্লাশি চালিযে জিনিসপত্র তছনছ করে দেয়। তল্লাশির পর অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা বাড়ির লোকজনের কাছ থেকে “ইউপিডিএফের লোকেরা কোথায়?” বলে জানতে চায়।
অপরদিকে ভোরের দিকে স্থানীয় এলাকার সাধারণ লোকজন সংগৃহিত কাঁচা তরিতরকারি বিক্রির জন্য রাঙামাটি সদর বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে সেনা-মুখোশদের কবলে পড়েন। এ সময় সেনা-মুখোশ সদস্যরা বাজারে যাওয়া লোকজনকে আটকিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। তাদেরকে প্রায় দেড় ঘন্টার মত বসিয়ে রেখে পরে মোবাইল ফোনগুলো ফেরত দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
নব্যুমুখোশ দুর্বৃত্তদের সাথে নিয়ে সেনাবাহিনী কর্তৃক সাধারণ গ্রামবাসী ও জনগণকে হয়রানির ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এমন জনহয়রাণিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।