রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়িতে স্কুল পড়ুয়া ১০ ছাত্রকে ঘিলাছড়ি সেনা ক্যাম্পে ধরে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার, ১৯ আগস্ট ২০২০ বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় ঘিলাছড়ি হাইস্কুলের মাঠে ছাত্ররা দল বেঁধে মোবাইলে গেম খেলছিল। এ সময় ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের একদল সেনা সদস্য সেখানে উপস্থিত হয়ে তাদেরকে ধরে ক্যাম্পে নিয়ে যায়।
ক্যাম্পে নেয়ার পর জিজ্ঞাসাবাদের নামে মানসিক নির্যাতনসহ শারীরিক নির্যাতন করা হয়। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হয় তারা কোন রাজনীতি করে কিনা? রাজনীতি করলে অবস্থা ভাল হবে না বলেও তাদেরকে ভয় দেখানো হয় বলে ভুক্তভোগী ছাত্ররা জানিয়েছেন।
প্রায় ৩ ঘন্টা যাবত ক্যাম্পে আটক রেখে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে স্থানীয় মুরুব্বী ও অভিভাবকদের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।