রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে সুরেশ চাকমা (৬০) নামে এক চা দোকানদারকে গুলি করে হত্যা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২০) রাতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের রাবার বাগান এলাকায় সমাজকল্যাণ যাত্রী ছাউনির পাশে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত ব্যক্তি ঘিলাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শিয়াল্যা পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মৃত কালা মোহন চাকমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে একটি অটো রিক্সাযোগে একদল সশস্ত্র ব্যক্তি সুরেশ চাকমার চায়ের দোকানের সামনে এসে তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নান্যাচর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।