নিজস্ব প্রতিবেদক।। খাগড়াছড়ির গুইমারায় কল্পনা চাকমা অপহরণের ২৬ বছর উপলক্ষে হিল উইমেন্স ফেডারেশনের প্রচারিত পোস্টার সেনাবাহিনীর সদস্যরা ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার (১২ জুন ২০২২) দুপুর ১২ টায় গুইমারা রিজিয়ন হতে দুইটি গাড়িযোগ একদল সেনা সদস্য গুইমারা সদর, বটতলা, দেওয়ান পাড়া, বড়থলি, সাইংগুলি পাড়া, বরইতলী, কুকিছড়া এলাকায় গিয়ে বিভিন্ন স্থানে লাগানো পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দেয়। গতকাল শনিবার গুইমারা উপজেলা জুড়ে এসব পোস্টার লাগানো হয়েছিল।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগ হতে প্রকাশিত উক্ত পোস্টারে ‘‘অবৈধ সরকারে কাছে বিচার চাই না আর; অপহরণ-ধর্ষণ-খুন, কোন কিছুতেই দমে যাব না; জাতীয় অস্তিত্ব রক্ষার্থে জোরালো ভূমিকা রাখুন; কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে: ফেরদৌস গংদের সাজা না হওয়া পর্যন্ত ক্ষান্ত হব না” এমন শ্লোগান লেখা রয়েছে।