খাগড়াছড়ি সেনাবাহিনী কর্তৃক দুই নিরীহ যুবককে আটকের পর অস্ত্রগুঁজে দিয়ে পুলিশে সোপর্দ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদর বাজার থেকে গত রবিবার (২৭ জানুয়ারি) বিকালে সেনাবাহিনী কর্তৃক দুই নিরীহ যুবককে আটকের পর অস্ত্রগুঁজে দিয়ে পুলিশের কাছে সোপার্দ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আটককৃতরা হলেন- খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ২ নং প্রকল্প গ্রামের বাসিন্দা নিলোক ত্রিপুরার ছেলে চন্দ্র মোহন ত্রিপুরা ওরফে পাখি (২৬) ও গোবিনাথ বৈষ্ণবের ছেলে অর্জন ত্রিপুরা ওরফে পূর্ণতন (২৮)।

আটককৃতদের পরিবার ও আত্মীয়রা অভিযোগ করে এ প্রতিবেদককে বলেন, স্থানীয় জগন্নাথ মন্দিরের নামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠানের জন্য চিঠি ছাপানোসহ অন্যান্য কাজে খাগড়াছড়ি সদর বাজারে গেলে গতকাল বিকাল ৪টার দিকে ঝুমঝুম স্টুডিও থেকে সেনাবাহিনী তাদেরকে আটক করে নিয়ে যায়। এ সময় একই গ্রামের বাসিন্দা নির্মল প্রিয় ত্রিপুরার ছেলে প্রণব ত্রিপুরা (২২) নামে অপর এক যুবককে আটক করলেও খাগড়াছড়ি কোর্টে উকিলের মুহুরীর চাকুরী করার কারণে সেনারা তাকে ছেড়ে দেয়।

এলাকার মুরুব্বী ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, তারা আটক যুবকদের বিষয়ে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার সাথে যোগাযোগ করলে তিনি কোন অসুবিধা হবে না এবং তাদের মুক্তির ব্যাপারে আশ্বাস দিলেও পরে তারা জানতে পারেন যে আটক যুবকদ্বয়কে অস্ত্র ও গুলি দিয়ে থানায় সোপার্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *