খাগড়াছড়ির ভাইবোন ছড়া এলাকা থেকে রাষ্ট্রীয় বিশেষ মহলের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তিকে অপহরণের খবর পাওয়া গেছে।
অপহৃত ব্যক্তির নাম অনিল ময় দেওয়ান (৩২), পিতা- কালো বিকাশ দেওয়ান, গ্রাম- মুনিগ্রাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রয়ারি ২০২০) বিকাল চারটার দিকে দেওয়ান পাড়া থেকে সন্ত্রাসীরা সিএনজিযোগে ১৭ নম্বর বাজার নামক স্থানে এসে অনিল ময়কে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার পর এলাকার মুরুব্বীরা দেওয়ান পাড়ায় গিয়ে সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করলেও তাকে ছেড়ে দেওয়া হয়নি।
এদিকে, তার মুক্তির বিনিময়ে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে সন্ত্রাসীরা তার পরিবারের কাছে বার্তা পাঠিয়েছে বলে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে।