খাগড়াছড়িতে নিজ বাড়ির সামনে ১ জুম্মকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের সাতভাইয়াপাড়া নামক এলাকায় সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে তন বিহারী চাকমা (৫৫) নামে এক নিরীহ জুম্ম নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল ২৪ ফেব্রুয়ারি ২০২২, রাত আনুমানিক ৯:০০টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯:০০টার সময় তন বিহারী চাকমা নিজ বাড়ির উঠানে বসে আগুন পোহাচ্ছিলেন। এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহত তন বিহারী চাকমা, পিতা-লক্ষ্মীধন চাকমা খাগড়াছড়ি উপজেলা সদরের সাতভাইয়াপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন কৃষক। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় বলেও জানা গেছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ বলেন, দুর্বৃত্তরা তন বিহারীকে ঘরের সামনে গুলি করে হত্যা করে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। তবে এই বিষয়ে পরিবার বা স্থানীয়রা কেউ কিছু বলতে রাজি হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে স্থানীয় কয়েকজন অধিবাসী জানান, সেনা মদদপুষ্ট সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *