রাঙামাটির কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের ন’ভাঙ্গা গ্রামে সেনাবাহিনী কর্তৃক বাড়ি তল্লাশির খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ বুধবার (১৮ মার্চ ২০২০) দুপুরে ৪০ জনের একটি সেনা দল কাউখালী উপজেলা সদর থেকে আনুমানিক ১২ কিলোমিটার দূরে ন’ভাঙ্গা গ্রামে হানা দেয়। এ সময় সেনারা উক্ত গ্রামের দুই ভাইয়ের বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- যতীন বিকাশ চাকমা (৫২) ও শান্তি বিকাশ চাকমা। তারা উভয়ে মৃত বিভূতি ভূষণ চাকমার ছেলে।
সেনারা তাদের বাড়িতে তন্ন তন্ন করে তল্লাশি চালালেও অবৈধ কোন কিছু উদ্ধার করতে পারেনি।
এসময় তারা যতীন বিকাশের বাড়িতে ব্যবহৃত মোবাইল ফোন দুটি জব্দ করে বিভিন্ন জনের নাম্বার টুকে নিয়ে অনেক্ষণ পর ফের দেয়।
সেনারা বাড়িটি এত বড় কেন, এত আসবাবপত্র কেন, কে কে ঘুমায় ইত্যাদি নানা হয়রানিমূলক প্রশ্ন করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেনা দলটি উক্ত গ্রাম থেকে চলে গেছে।
এছাড়া আরো অন্য কোথাও এ ধরনের তল্লাশি চালানো হয়েছে কিনা তা জানা যায়নি।