কাউখালীতে ২ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির কাউখালী উপজেলার চৌধুরী পাড়ায় সেনাবাহিনী কর্তৃক দুই গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে বিলম্বে পাওয়া খবরে জানা গেছে।

গত রবিবার (২৫ সেপ্টেম্বর ২০২২) রাতে এ তল্লাশির ঘটনা ঘটে বলে জানা যায়।

তল্লাশির শিকার গ্রামবাসীরা হলেন- ১. বোলি চাকমা (৫৫), পিতা- সত্যধন চাকমা ও ২. পার্বতী চরণ তালুকদার ওরফে সোহেল (৫০), পিতা-মৃত. লাল মোহন তালুকদার।

জানা যায়, ঐদিন রাত ১১টার সময় একদল সেনা সদস্য চৌধুরী পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা কোন কারণ ছাড়াই উক্ত দুই গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালায়। তবে ব্যাপক তল্লাশির পরও সেনারা তাদের বাড়ি থেকে অবৈধ কোন কিছু উদ্ধার করতে পারেনি।

একই দিন রাত ১০টায় অপর এক ঘটনায় ঘাগড়ার চম্পাতলী ক্যাম্পের সেনা সদস্যরা চম্পাতল গ্রাম থেকে আলোময় চাকমা ওরফে বলয়(৫০) নামে সন্তু লারমাপন্থী জেএসএস’র এক সদস্যকেও আটক করে বলে জানা যায়। তার আসল বাড়ি নান্যাচর উপজেলার ফিরিঙ্গি পাড়ায়। তার পিতার নাম গুপ্তবিহারী চাকমা। তাকে আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থানায় হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে ঘাগড়া এলাকায় সেনা সৃষ্ট মুখোশ বাহিনী, সেনাবাহিনী, ডিজিএফআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কর্তৃক পথে-ঘাটে, বাজারে আসা লোকজন নানা হয়রানি ও অসৌজন্যমূলক আচরণের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যার কারণে এলাকাবাসী আতঙ্কজনক অবস্থায় চলাফেরা করতে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *