খাগড়াছড়িতে পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি।। পার্বত্য চট্টগ্রামের সংগ্রামী নারী নেত্রী (হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক) কল্পনা চাকমা অপহরণের ২৬ বছর উপলক্ষে ঢাকা, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পোস্টারিং করা হয়েছে। হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগ হতে পোস্টারটি প্রকাশ করা হয়েছে। পোস্টারে লেখা রয়েছে ‘‘অবৈধ সরকারে কাছে বিচার চাই না আর; কল্পনা চাকমা অপহরণের ২৬ বছর অপহরণ-ধর্ষণ-খুন, কোন কিছুতেই দমে যাব না; জাতীয় অস্তিত্ব রক্ষার্থে জোরালো ভূমিকা রাখুন; কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে: ফেরদৌস গংদের সাজা না হওয়া পর্যন্ত ক্ষান্ত হব না”।
খাগড়াছড়ি জেলা শহরের বিভিন্নস্থানে লাগানো পোষ্টারগুলো গতকাল শনিবার (১১ জুন) দুপুরে সেনাবাহিনী ছিঁড়ে ফেলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা বলেন, কল্পনা চাকমা অপহরণের ২৬ বছর উপলক্ষে আমরা শুক্রবার (১০ জুন) খাগড়াছড়ি শহর স্বনির্ভর বাজার, খবংপইজ্যা, ফায়র সার্ভিস, খাগড়াছড়ি গেইট, চেঙ্গী স্কোয়ারসহ বিভিন্নস্থানে পোষ্টারিং করেছিলাম। গতকাল দুপুরে দিকে এলাকার লোকজন জানিয়েছেন খাগড়াছড়ি শহরে সেনাবাহিনীর একটি টহল টিম দুটি গাড়ীতে করে এসে আমাদের লাগানো পোষ্টারগুলো ছিঁড়ে ফেলছে। আমরা পরে সরেজমিনে গিয়ে তা প্রমাণ পাই। আমরা দেখেছি খাগড়াছড়ি গেইটসহ বেশ কয়েকটি স্থান থেকে পোষ্টারগুলো ছিঁড়ে ফেলে রেখে গেছে।
তিনি আরো বলেন, পোস্টার লাগানো গণতান্ত্রিক কর্মসূচিরই অংশ। তাছাড়া পোস্টার ছেঁড়া আইনগতভাবে অপরাধও। কিন্তু পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত সেনাবাহিনী দেশের প্রচলিত আইন ও গণতান্ত্রিক অধিকারকে ভুলুণ্ঠিত করে চলেছে।